ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ই-ভ্যালির রাসেল ও তার স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
​ই-ভ্যালির রাসেল ও তার স্ত্রীর ২ বছরের কারাদণ্ড ​ফাইল ছবি
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল ই-ভ্যালি কোম্পানী থেকে ২০২১ সালে ৩টি বাইক অর্ডার করে ই-ভ্যালি কোম্পানীতে সর্বমোট ৫ লাখ ১৫ হাজার ৮৭৮ টাকা প্রদান করেন। পরে কোম্পানী তাকে বাইক কিংবা টাকা কোনটাই ফেরত না দেওয়ায় ইব্রাহীম খলিল ২৮ ডিসেম্বর ২০২৩ সালে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ (বৃহস্পতিবার) মোহাম্মদ রাসেল ও তাহার স্ত্রী শামীমা নাসরিনকে ২বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ