ঢাকা , বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মিরপুরে মুশফিককে গার্ড অব অনার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:৫২:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৩:০৩:২০ অপরাহ্ন
​মিরপুরে মুশফিককে গার্ড অব অনার ​ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ওই ঘোষণার পর বৃহস্পতিবার (৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মিরপুরে এ ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দিয়েছে মোহামেডানের ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। মুশফিক যখন উইকেটকিপিং গ্লাভস ও প্যাড পরে মাঠে প্রবেশ করেন, তখন দুই সারিতে দাঁড়িয়ে সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এই বিশেষ মুহূর্তে তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন, যারা মোহামেডানের জার্সিতেই খেলছেন। জাতীয় দলের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ক্রিকেটাররা মুশফিকের বিদায়ী সম্মাননায় একসঙ্গে অংশ নেন।

মুশফিক বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওয়ানডে ব্যাটার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। দেশের হয়ে সর্বাধিক ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৭,৭৯৫ রান সংগ্রহ করেছেন তিনি, যা তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গড় ৩৬.৪২, সঙ্গে ৯টি সেঞ্চুরির মালিক এই ব্যাটার উইকেটকিপার হিসেবেও অনন্য—২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং তাকে দেশের সবচেয়ে সফল কিপার বানিয়েছে।

ওয়ানডে থেকে অবসর নিলেও মুশফিক এখনো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট 'এ' টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

মুশফিকুর রহিমের অবসর ঘোষণা!


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ