ঢাকা , বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রোববার বিশেষ সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৯:৫৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৯:৫৭:২৪ অপরাহ্ন
​ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রোববার বিশেষ সভা ​ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক ও রেলপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় বিশেষ সভা ডাকা হয়েছে।  বুধবার (৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখার সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই সভা অনুষ্ঠিত হবে।  সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করবেন।

সভায় আরও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ