ঢাকা , বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিএসইসি’র অবরুদ্ধ চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৯:৫২:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৯:৫২:২৫ অপরাহ্ন
​বিএসইসি’র অবরুদ্ধ চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করলো সেনাবাহিনী ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে অবরুদ্ধ করে রাখা বিএসইসি’র চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। বুধবার (৫ মার্চ) দুপুরে তাদের উদ্ধার করা হয়।

এদিন বেলা ২টার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি কমিশন ভবনের সামনে আসে। পরে তারা কমিশনের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। আন্দোলনরত কমিশনের কর্মকর্তারা ভবনের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ সচল করেন।

এদিকে এক সংবাদ সম্মেলনে বিসিইসি চেয়্যারমান পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে মঙ্গলবার (৪ মার্চ) কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে বুধবার (৫ মার্চ) সকাল থেকে আন্দোলন শুরু করেন কমিশনের কর্মকর্তারা।

এ সময় কমিশনের চেয়্যারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়ে তাদেরকে বিএসইসি ভবনের চতুর্থ তলায় অবরুদ্ধ করে রাখেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ