ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​কলাপাড়ায় গাভীর জমজ বাচ্চা প্রসব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৬:৫২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৬:৫২:৪৫ অপরাহ্ন
​কলাপাড়ায় গাভীর জমজ বাচ্চা প্রসব ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক কবির গাজীর একটি গাভীর জমজ বকনা বাছুর প্রসবের ঘটনায় গ্রামজুড়ে আলোচনা চলছে। টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামের এ ঘটনায় উৎসুক মানুষের ভিড় জমেছে ওই কৃষকের বাড়িতে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে গাভীটি জমজ বাচ্চা প্রসব করে। এ ঘটনায় গরুর মালিকও বেজায় খুশি রয়েছেন। 

কবির গাজী জানান, গরুটি তিনি দীর্ঘদিন পালন করছেন। তিনি একই সঙ্গে দুটি বাছুরের জন্মে আনন্দিত। বিষয়টি স্থানীয়দের অধিকাংশরা বিরল বলে মনে করছেন। এ কারণেই গ্রামের মানুষ ওই কৃষকের বাড়িতে যাচ্ছেন। এক নজর দেখছেন জমজ বাছুর দুটিকে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মারুফ বিল্লাহ খান জানান, বিষয়টি আসলেই স্বাভাবিক নয়। বাছুর দুটি সুস্থ এবং স্বাভাবিক আছে বলে দাবি গরুর মালিকের।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ