নতুন কর্মসংস্থান কম হওয়ায় কিছু লোকের কষ্ট হচ্ছে: অর্থ উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৩-২০২৫ ০৬:০১:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৫ ০৬:০১:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে নতুন কম হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা খারাপ তা কিন্তু নয়। তবে নতুন কর্মসংস্থান কম হচ্ছে। এজন্য কিছু লোকের কষ্ট হচ্ছে, সেটা আমরা স্বীকার করছি। তবে মূল্যবৃদ্ধির তুলনায় আয়ের বিষয়টি বড়।
বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, নতুন কর্মসংস্থান কম হচ্ছে। সেটা আমরা একনেকে বলেছি। আর ব্যবসা-বাণিজ্য আমরা চেষ্টা করছি। কারণ ব্যবসা-বাণিজ্য সব থেকে বেশি। সম্প্রতি এসএমই সেক্টরের ছোট ছোট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তবে কিছু লোকের কষ্ট হচ্ছে, সেটা আমরা স্বীকার করছি। তবে মূল্যবৃদ্ধির তুলনায় আয়ের বিষয়টি বড়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স