শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব: রিজভী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৩-২০২৫ ০৪:২৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৫ ০৪:২৪:১৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শিক্ষক সমাজকে অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে গিয়ে তিনি এমন মন্তব্য বলেন।
আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন রিজভী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির ২০-২৫ বছর বা তারও অধিক সময় ধরে নন এমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন পাবে না, তা হতে পারে না। শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, স্বীকৃতির জন্য যেসকল নীতিমালা রয়েছে, নীতিমালার সকল শর্ত পূরণ করে স্বীকৃতি লাভ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ক্ষেত্রে স্বীকৃতিই একমাত্র মানদণ্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত না করে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন, শ্রম নীতিমালার পরিপন্থী ও মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
সেলিম ভূইয়া বলেন, পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থায় এমপিওভুক্তির নীতিমালা নেই, একাডেমির স্বীকৃতি এমপিওভুক্তির নীতিমালা। তাই স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর দাবিতে শিক্ষকদের আমরা রাজপথে দেখতে চাই না। অবিলম্বে নন এনপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়ে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মো. আবতাবুর আলম ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স