ঢাকা , বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৩:২৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৩:৫৯:৩৪ অপরাহ্ন
​শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। 

আমীর খসরু বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগে বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

দেশের রাজনীতিতে নবাগত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা এরপর বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিভিন্ন প্রস্তাব জুড়ে দেওয়া শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্রের মতো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ