ঢাকা , মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মাগুরা মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৫:৩০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৫:৩০:২৫ অপরাহ্ন
​মাগুরা মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ​ছবি: সংগৃহীত
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার সর্বস্তরের নাগরিক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় মাগুরা-ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো. হুসাইন, জেলা লোক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হুমায়ন ইবনে বাবর, মাগুরা মেডিকেলের ইর্ন্টান চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণ-স্বাক্ষর নেয়া হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থন্বের্ষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসি কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’বক্তারা আরও বলেন, ‘গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক এ সময় মেডিকেল কলেজটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর আহ্বান জানান বক্তারা।’


 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ