ঢাকা , বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে উল্টে গেলো সড়কে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৪:৫৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৪:৫৮:০৩ অপরাহ্ন
​বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে উল্টে গেলো সড়কে ​ছবি: সংগৃহীত
কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ‘মিয়ামি এয়ারকন’ নামে একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় চোর চক্রের সদস্যরা বাসটি রেখে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় এটিকে উদ্ধার করা হয়। সোমবার (৩ মার্চ) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার ভিরাল্লায় এ ঘটনা ঘটে।

বাসটির সুপারভাইজার হৃদয় বলেন, রোববার রাতে টার্মিনালে বাসটি রাখা হয়। সকালে এসে দেখি বাস নেই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছেন। পরে জানতে পারলাম, দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় শিকার বাসটি।

বাসের চালক জহির মিয়া বলেন, আমি রাতে বাসটিকে জাঙ্গালিয়া টার্মিনালে পার্কিং করে বাসায় চলে যাই। গাড়ির এক হেলপার বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উল্টে যায়। এর আগে কালিকাপুর স্ট্যান্ডে একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়া করে বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বাসটি হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ