ঢাকা , মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​স্ত্রীকে যেসব কথা বলা বারণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২৯:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২৯:০০ অপরাহ্ন
​স্ত্রীকে যেসব কথা বলা বারণ প্রতীকী ছবি
দাম্পত্য জীবনে সঠিক যোগাযোগ এবং একে অপরকে সম্মান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় কিছু ছোটখাট কথাবার্তা বা মন্তব্য পারস্পরিক সম্পর্ককে বিঘ্নিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কথা বা মন্তব্য যে কোনো স্ত্রীর জন্য হতাশার এবং সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।

মনোবিদরা পরামর্শ দেন, কিছু কথা বা মন্তব্য কখনোই স্ত্রীর প্রতি বলা উচিত নয়, কারণ এগুলো তার মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে:

১. তুমি তো কিছুই বুঝো না
যতটা সাধারণই লাগুক, এই ধরনের কথা স্ত্রীর আত্মবিশ্বাস ও সম্মানকে আঘাত করে। বিশেষজ্ঞরা বলেন, এই মন্তব্যে স্ত্রীর অনুভূতি অবমূল্যায়িত হয় এবং তাদের মনোভাব প্রভাবিত হয়। স্ত্রী যদি কিছু ভুলও করে থাকেন, সেক্ষেত্রে তাকে সম্মান ও সহানুভূতির সাথে উপদেশ দিতে হবে, নয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে।

২. তুমি সবসময় ভুল করো
এই ধরনের উক্তি কোনোভাবেই সঠিক নয়। সম্পর্কের ক্ষেত্রে একে অপরের ভুলগুলো পুষিয়ে নেওয়া এবং সেগুলো থেকে শেখা জরুরি। “সবসময় ভুল” বলার মাধ্যমে স্ত্রীর প্রতি অবহেলা এবং হতাশার অনুভূতি তৈরি হয়, যা সম্পর্কের জন্য বিপদজনক।

৩. তুমি তো কেবল বাসার কাজটাই করো
একটি সম্পর্কের মধ্যে সম্মান এবং সমবেদনা থাকা উচিত। এমন কথা স্ত্রীর কাজের মূল্যহীনতা প্রকাশ করে এবং তার মনোযোগ এবং সম্মান কমিয়ে দেয়। একজন স্ত্রীর কাজ, ঘর পরিচালনা এবং পরিবারের প্রতি দায়িত্ব যেন কখনোই অবমূল্যায়ন না হয়, এই বিষয়ে মনোবিদরা সতর্ক করেন।

৪. “এটা তো খুব সহজ, তুমি কেন পারছো না?”
এ ধরনের মন্তব্য স্ত্রীর আত্মবিশ্বাসকে ধ্বংস করতে পারে। বিশেষ করে যখন কোনো সমস্যা বা কাজ তার পক্ষে কঠিন মনে হয়, তখন এ ধরনের কথাবার্তা তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। বরং, তাকে সহানুভূতির সাথে সমর্থন দেওয়া উচিত।

৫. “তুমি কেন এত বদলাও?”
এ ধরনের কথাবার্তা স্ত্রীর প্রতি অপমানজনক হতে পারে। প্রত্যেক মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয় এবং তা স্বাভাবিক। পরিবর্তন সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং স্ত্রীর প্রতি অনাস্থা তৈরি করতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ