ভালো খেজুর চিনবেন কীভাবে?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৮:০৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৮:০৬:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মতো বাংলাদেশিরাও ইফতার শুরু করেন খেজুর দিয়ে। জাতভেদে প্রতিটিরই রয়েছে অনন্য স্বাদ। এছাড়া অধিকাংশ খেজুরেরই রং, পুষ্টি ও স্বাস্থ্যগুণ প্রায় কাছাকাছি।
আসুন জেনে নিই ভালো খেজুর চেনার উপায় :
১. ভালো খেজুরের ত্বক পরিষ্কার ও চকচকে হলেও মসৃণ হবে না। আবার ত্বক অমসৃণ হলেও খেজুর বেশি নরম বা শক্ত হবে না। অনেক সময়, অসাধু ব্যবসায়ীরা খেজুরকে বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এর উপরিভাগে গুড় বা অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করেন।
২. ভালো খেজুর মিষ্টি হয় তবে এর উপরিভাগে কখনও আঠালো বা চিনি জমাটবাঁধা অবস্থায় থাকে না। যদি বাজারে গিয়ে কখনো খেজুরের গায়ে আঠালো ভাব দেখা যায় তবে বুঝতে হবে খেজুরের মান নিম্ন অথবা ভেজাল রয়েছে।
৩. ভালো মানের একটি খেজুর চিরে ফেললে দেখবেন ভেতরের অংশটা হালকা সাদা বা সামান্য বাদামি রঙের। ভেতরে কালচে বা অন্য কোনো অস্বাভাবিক রং দেখা গেলে তা নষ্ট বা নিম্ন মানের হিসেবে ধরে নেওয়া যায়।
৪. অনেক সময় অতিরিক্ত আর্দ্রতায় খেজুর একটা আরেকটির সঙ্গে লেগে যায়, যা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়াও দীর্ঘদিন সংরক্ষণ করা খেজুর গলে যেতে পারে।
৫. প্রাকৃতিকভাবে ভালো খেজুরের প্রতি সাধারণত পিঁপড়া বা মাছিজাতীয় পোকামাকড় আকৃষ্ট হয় না। যদি খেজুরের চারপাশে পিঁপড়া বা মাছি দেখতে পান, তাহলে ধরে নিতে হবে সেটিতে কৃত্রিমভাবে অতিরিক্ত চিনি, গুড় বা অন্য কোনো উপাদান মেশানো আছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স