তাবিথ আওয়াল-প্রণয় ভার্মার সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৪:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৪:০৭:৪১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (০৩ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।
সভায় মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোকে কেন্দ্র করে আলোচনা হয়।উভয়পক্ষই আশা ব্যক্ত করেছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং খেলাধুলার মাধ্যমে বৃহত্তর সহযোগিতার উন্নয়নে সেতু হিসেবে কাজ করতে পারে ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন উভয় দেশের ফুটবলের উন্নয়ন বাড়াতে ভারতের সঙ্গে আরও সহযোগিতার প্রত্যাশার কথা জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স