ওসির বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাতরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৪:০২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৭:৪০:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গুলি করে তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দল। রোববার (২ মার্চ) রাত দেড়টার দিকে পেকুয়ার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে। জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার থানায় ওসি হিসেবে দায়িত্বরত।
ওসির ভাই মনিরুল হক রাশেদ এবং স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে বাড়ির একজন দেখতে পায় তাদের গোয়ালঘর থেকে ডাকাত দল গরু বের করে গাড়িতে তুলছে। এ সময় তারা বাড়ি থেকে বের হয়ে গোয়াল ঘরের দিকে আগানোর চেষ্টা করলে ডাকাতদল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। তারা জানান, গোয়ালঘরে আটটি গরু ছিলো। সেখান থেকে ডাকাতদল তিনটি গরু নিয়ে যায়। তবে তারা অন্ধকারে ডাকাতদলের কাউকে সনাক্ত করতে পারেননি।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি শোনার সাথে সাথে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন তদন্ত করা দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওসির বাড়িতে ডাকাতির ঘটনায় আশপাশের খামারিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স