দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৩:৫৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৩:৫৯:৫৪ অপরাহ্ন
নেশার টাকা চেয়ে না পেয়ে দেবর ইলিয়াস মিয়ার (২০) ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর স্ত্রী ঝর্ণা আক্তার (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এর আগে রোববার (২ মার্চ) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কোশদী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঝর্ণা আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ঝর্ণা কোশদী গ্রামের আব্দুর রশিদের মেজো ছেলে সৌদি প্রবাসী সেলিম মিয়ার স্ত্রী। দেবর ইলিয়াস মিয়া নিহতের স্বামীর আপন ভাই। নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে দেবর ইলিয়াস মিয়া তার ভাবি ঝর্ণার কাছে টাকা চান। পরে তাকে রোজার মাসে নেশার টাকা দিতে দিতে অপারগতা প্রকাশ করেন ঝর্ণা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা জানিয়েছে, দেবর ইলিয়াস মাদকাসক্ত। মাঝেমধ্যে প্রবাসী ভাই সেলিমের কাছে টাকা-পয়সা দাবি করতো। ইলিয়াস তার ভাবিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের স্বামীর বাড়িতে দাফন করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স