ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০২:২১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০২:২১:৩৩ অপরাহ্ন
​চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখন জানা যায়নি। তবে আটক ছিনতাইকারীর নাম শাহেদ হোসেন (৩০)। তার বাকি পরিচয় জানাতে পারেননি পুলিশ। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রাতে ধারালো ছুরি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে নগরের লালদিঘি এলাকায় অবস্থান করছিলেন শাহেদ হোসেন। ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করে স্থানীয় লোকজন। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাহত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে যুবক মারা যান। এরপর ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

ঘটনা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি, একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি জনগণের হাতে ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। প্রাথমিকভাবে তাকে ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা হচ্ছে। আটক ছিনতাইকারীর পরিচয় জানা গেলেও এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় জানতে সিআইডি তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ