ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দল ও সফরসূচি চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০৮:৫৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০৮:৫৪:৫১ অপরাহ্ন
দল ও সফরসূচি চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা ​ফাইল ফটো
বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪: 
প্রায় ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এই সফরে টাইগারদের সঙ্গে দুটো টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা। সবশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েন্নে
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ