ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে: আমির খসরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫৩:২৭ অপরাহ্ন
নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে: আমির খসরু সংবাদচিত্র: সংগৃহীত
নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (৩ মার্চ) সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, গণতান্ত্রিক সরকার ব্যতীত একেকটা দিন যাচ্ছে। এতে দ্রব্যমূল্যসহ নানান সেক্টরের অস্থিতিশীলতা বাড়ছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। এ সময় সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল নিয়েও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনও ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। বিএনপির এই নেতা বলেন, যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, ততই মঙ্গল হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ