ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিশ্ব দাবায় বাংলাদেশের দুই দাবাড়ুর জয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৭:০১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৭:০১:২২ অপরাহ্ন
​বিশ্ব দাবায় বাংলাদেশের দুই দাবাড়ুর জয় ​ছবি: সংগৃহীত
বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জয়ে ফিরেছেন।

পঞ্চম রাউন্ডে ম্যাচে জিতেছেন দুজনই। পাঁচ রাউন্ড শেষে তাহসিন তিন পয়েন্ট নিয়ে ৪২তম আর নীড় আড়াই পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৯৩ নম্বরে।   

চতুর্থ রাউন্ডে নীড় উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুটি নিয়ে হারিয়েছেন । এই ম্যাচ জেতায় আজ ইতালিয়ান ফিদে মাস্টারের (২২৬৯) সঙ্গে খেলবেন নীড়। তার রেটিং ২৪৩১। 

অন্যদিকে তাহসিন ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম। আজ রাতে ষষ্ঠ রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষ নরওয়ের আন্তর্জাতিক মাস্টার আকসেল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ