নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘ হবে, সমস্যা তত বাড়বে: সালাহউদ্দিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৩-২০২৫ ০৫:০৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৫ ০৫:৫৯:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, দেশের চলমান সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে। জাতির মধ্যে যে অস্থিরতা, তা কাটাতে হলে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, পুরো বিশ্ব ঘৃণিত গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল- এটি সারা বিশ্বে প্রতিষ্ঠিত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আমরা এখনও অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করবে- এ কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনলে মনে হয় গণঅভ্যুত্থানকারীরা যেন অপরাধ হয়েছে। আপনারা শুধু আয়নাঘর ও গুম করার কাহিনী শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের তো আর বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতে আমাদের মুক্তি পেতে হলে সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। সব মানুষ আপন করে নিতে পারে এরকম রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমাদের চালু করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, রমজানে সাধারণ মানুষ যেন তাদের ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পায়। সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। অন্যথায় মানুষ আপনাদের সমালোচনা করবেই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স