বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪:
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনায় জনপ্রশাসন সংষ্কার কমিশনের প্রধান সাবেক সচিব আব্দুল মূয়ীদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পরামর্শ দেবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে। কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন, সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে।
ডেস্ক/এসকে
পুলিশি বাধা পেরিয়ে যমুনার সামনে অবস্থান : ড. ইউনূসের সাক্ষাৎ চান আন্দোলনকারীরা