লক্ষ্মীপুরের রায়পুরে তারাবির প্রথম দিনে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইকরা পয়েন্ট ইসলামি অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো. শরীফ হোসাইন (৪৪)। শনিবার (১ মার্চ) রাত ৯টায় সদরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে নামাজে কেয়ামরত (দাঁড়িয়ে থাকা) অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।রবিবার (২ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে শরীফ হোসাইনকে।
শনিবার রাতে শরীফকে দ্রুত উদ্ধার করে সেইফ হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।শরীফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৃত শরীফের বড় ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, ‘আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবি নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভোররাতে ঘুম থেকে ওঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাবো না।’প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহসভাপতি রেজাউল করিম সুমন বলেন, ‘নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছি। সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন