ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​আল-আকসা মসজিদে প্রথম তারাবির নামাজে ফিলিস্তিনিদের ভিড়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:২৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:২৭:১৯ অপরাহ্ন
​আল-আকসা মসজিদে প্রথম তারাবির নামাজে ফিলিস্তিনিদের ভিড় ​ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের তারাবি আদায় করেছেন তারা।

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

৫৫ বছরের কম বয়সী পুরুষ এবং ৫০ বছরের কম বয়সী নারীদের মুসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। 

এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েল। রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়ে।

৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীরাই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না।

ইসরায়েলের পক্ষে থেকে বলা হয়েছে, গত বছরও একই ধরনের বিধি-নিষেধ জারি করা হয়েছিল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই বিধি-নিষেধ ‌‌‘বর্ণবাদী এবং উসকানিমূলক’।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ