ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:২১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:৪৪:২৯ অপরাহ্ন
​মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম প্রতীকী ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সাকিব আল হাসানের বাংলাদেশ অধ্যায়ও শেষ একপ্রকার। বাংলাদেশের দুই তারকা এবার খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে। এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। একই টুর্নামেন্টে তামিম ইকবাল খেলবেন বাংলাদেশ টাইগার্স দলে। 

তামিমের দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১০ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে সাকিবের এশিয়ান স্টার্স। এ দলে আছেন বাংলাদেশের অলক কাপালিও। তামিম-আশরাফুলদের বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে এশিয়ান স্টার্সের ম্যাচটা ১২ মার্চ।

বিপিএল চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মতন অবসর ঘোষণা দেন তামিম। ফলে লিজেন্ডস লিগে খেলার দ্বার তার উন্মোচিত। আসছে ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে বিগ বয়েস উনিকারি নামক দলের হয়ে খেলবেন তামিম। 

অন্যদিকে সূত্রের খবরে জানা গেছে একই আসরে দুবাই জায়ান্টস নামক দলে খেলতে চুক্তিভুক্ত হয়েছেন সাকিব। সাত দলের এ আসরে তাই আবারও একে অন্যের মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। সাকিব-তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ দুই তারকা। অনেকদিন ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্ক তিক্ত। ২০২৩ বিশ্বকাপের আগে দুজনের বিরোধ চলে প্রকাশ্যে। তা নিয়ে অনেক জল-ঘোলা হয়েছে। 

২০২৩ সালে অধিনায়ক থাকা অবস্থায় তামিমের আকস্মিক অবসরে যাওয়ার পেছনে সাকিবের সঙ্গে তার বিরোধ ছিলো আলোচনার। অবসর ভেঙে ফিরে এলেও প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত থেকে দ্বিতীয়বার অবসর নেন সাকিব। এদিকে নীরবেই থেমে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেয়ার কথা থাকলেও তাকে সে দলে রাখেনি বিসিবি, রাজনৈতিক সমস্যার সঙ্গে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় ভুগছেন সাকিব। তার আর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 

সাকিব-তামিম সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ২০২৪ সালের আসরে। সে ম্যাচে কেউ কারো সঙ্গে কথা বলেননি। এ ম্যাচে আরো একবার মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 

বাংলাদেশ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন। 

এশিয়ান স্টার্স: সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন ।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ