ঢাকা , রবিবার, ০২ মার্চ ২০২৫ , ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৩:২৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:০৭:০৭ অপরাহ্ন
জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত আড়াইশ বছরে যা হয়নি, তা দেখল বিশ্ববাসী।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উত্তপ্ত বাক্যবাণে জর্জরিত করলেন। 

বৈঠকে জেলেনস্কি নিজ দেশের পক্ষে সাফাই গেয়ে একটি বাক্যও সম্পূর্ণ করতে পারেননি। বাক্য শেষ হওয়ার আগেই কথা কেড়ে নিয়ে তাকে আক্রমণ করেছেন ট্রাম্প ও ভান্স। কথা ছিল, দুই দেশের মধ্যে খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হবে। চুক্তিতো হয়নি, উল্টো পুরো পরিস্থিতি ইউক্রেনের বিপরীতে চলে গেছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প আলোচনার সময় জেলেনস্কিকে শারীরিকভাবে আক্রমণ না করে ‘সংযম’ দেখিয়েছেন বলে মন্তব্য করেছে রাশিয়া। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  তিনি লেখেন, আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।

মারিয়া জাখারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স কীভাবে প্রহার করা থেকে বিরত ছিলেন তা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।

ট্রাম্প–জেলেনস্কির বাগবিতণ্ডার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে একজন ‘উদ্ধত শূকর’ বলে মন্তব্য করেছেন।

বর্তমানে রাশিয়ার  নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, ‘অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন, কিয়েভের শাসনকাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

​ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় জেলেনস্কির, হয়নি চুক্তি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ