ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ওরসের নামে অশ্লীলতার অভিযোগে পুড়িয়ে দিলো মাজার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০২:০৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০২:০৫:৪৯ অপরাহ্ন
​ওরসের নামে অশ্লীলতার অভিযোগে পুড়িয়ে দিলো মাজার ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মাজারের বাৎসরিক ওরসে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীলতার অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা ও সীরাতে মুস্তাকিম পরিষদ নামে একটি সংগঠন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মাজারের সামনে গেলে উত্তেজিত জনতা ওরসের তোরণ ও প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় এবং মাজারে ভাংচুর চালায়।

খবর পেয়ে সন্ধ্যার পর সেখানে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
 
উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রামের রহিম শাহ বাবা ভান্ডারীর মাজারে এই ওরসের আয়োজন চলছে। এখানে ১৭ থেকে ১৯ ফাল্গুন (২ থেকে ৪ মার্চ) পর্যন্ত বাৎসরিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় জনতা ও সীরাতে মুস্তাকিম পরিষদের অভিযোগ, ওরসের নামে বিদাত ও শিরক করা হয় ওই মাজারে। কথিত পীরকে খোদা মেনে করে সরাসরি সিজদা করা হয়। মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজার মত করে পূজা করা হয়। প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে নারী-পুরুষ একত্রে হয়ে ভন্ডামি ও মাদক সেবন করে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ