ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রমজানে জনবহুল স্থানে ছদ্মবেশে থাকবেন ডিবি সদস্যরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:১০:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৩:২৮:১০ অপরাহ্ন
​রমজানে জনবহুল স্থানে ছদ্মবেশে থাকবেন ডিবি সদস্যরা ​ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রমজানে রাজধানীর জনবহুল স্থানগুলোতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ছদ্মবেশে দায়িত্ব পালন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ কথা জানিয়েছেন।

তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অলআউট অ্যাকশন শুরু হবে।

শনিবার (১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান এসব কথা বলেন। এ সময় ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া হলে তা জানানোর আহ্বান জানান তিনি।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। রমজানে শপিংমল, বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ থাকে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ছদ্মবেশে সাধারণ মানুষদের মাঝে মিশে থাকা অপরাধীদের আটক করা হবে।’

গোয়েন্দা তথ্যের কথা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই ১৫ থেকে ৩০ বছর বয়সী। পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।


বাংলাস্কুপ/প্রতিবেদকএসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ