ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন : জামায়াত সেক্রেটারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৫:৪৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৫:৪৩:৪৫ অপরাহ্ন
​স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন : জামায়াত সেক্রেটারি ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামা‌য়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রক্তপাত ও হানাহা‌নি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হা‌সিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার, দেশ সংস্কার ও এটিএম আজাহারের মু‌ক্তি দেয়ার কথা ও বলেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতি‌থির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তি‌নি বলেন, দেশের মানুষ যদি জামায়াতকে শাসন ক্ষমতায় বসায়, তাহলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। 

জনপ্রতি‌নি‌ধিদের দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগস্থান গোয়ালন্দের দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ৫৩ বছরেও উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াতে ইসলামের হাতেই মানুষ এখন দায়িত্ব দিতে চায়। এজন্য কিছু দলের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতো, ঠিক একই স্টাইলে তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে। 

তিনি বলেন, আমরা বলেছি, স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে। কারণ সিটি করপোরেশনে কোনো প্রতিনিধি নেই, পৌরসভাতে নেই, উপজেলাতে নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যহত হয়ে আছে, জন দুর্ভোগ বাড়ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলিমুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের সদস্য দেলোয়ার হোসেন, টিম সদস্য ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মো. জামাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামানসহ জেলা জামায়াতের নেতারা।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ