গণপিটুনিতে রেনু হত্যা মামলার রায় পেছালো
আপলোড সময় :
৩০-০৯-২০২৪ ০৩:৩৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৪ ০৬:২৪:০৯ অপরাহ্ন
তাসলিমা বেগম রেনু। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪:
রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করার খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায় পিছিয়েছে। আগামী ৯ অক্টোবর রায় ঘোষণার দিন রাখা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এ মামলার রায় ঘোষণার কথা ছিল। দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত রায় পিছিয়ে পরবর্তী তারিখ ঘোষণা করেন।
মামলার আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন।
তাসলিমা বেগম রেনু ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। এরপর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্তবয়স্ক দুইজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২১ সালে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স