ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রোজায় পণ্যের দাম বাড়ালে ছাড় নয়: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০১:১৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৫:১৪:০৭ অপরাহ্ন
রোজায় পণ্যের দাম বাড়ালে ছাড় নয়: উপদেষ্টা ফাইল ছবি
অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা অহেতুক দাম বাড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তরুণদের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজারে তদারকি করতে হবে। এবারের রমজান যাতে স্বস্তির হয় সে লক্ষ্যে কাজ চলবে।তিনি আরও বলেন, ‘যেসব জায়গায় সাধারণ মানুষ জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, পণ্য বিক্রির জন্য গুরুত্ব দিয়ে সেসব স্থান নির্ধারণ করা হয়েছে।’ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সারাবছর এই ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবে বলে জানান ফরিদা আখতার।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ