ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা করে লাশ ফেলা হয় ডোবায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:৪৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:৫২:০৫ অপরাহ্ন
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা করে লাশ ফেলা হয় ডোবায় সংবাদচিত্র: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তিন দিন পর একটি পুকুর থেকে শিশুশ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় বাড়ির পাশের পুকুরে।এ ঘটনায় গ্রেফতার সাব্বিরের স্বীকারোক্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী পুকুরের কচুরিপানার নিচ থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সংবাদ পেয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েতপ্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নুরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী। এর আগে, গত মঙ্গলবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে ফাতেমা আক্তার নামে ওই ছয় বছরের শিশু নিখোঁজ হয়।মঙ্গলবার রাতে রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইসক্রিম বিক্রি করার জন্য বসে ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান (২৫)। তাকে শিশু ফাতেমাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতে দেখে এলাকাবাসী।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় বুধবার ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। মামলায় সাব্বিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে সে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘শিশু ফাতেমাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পাশের একটি ডোবায়। অভিযুক্ত সাব্বিরের তথ্যমতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাজপুর গ্রামের ব্যাঙ্গ দিঘী পুকুর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই ফাতেমাকে হত্যা করে সাব্বির। নিহত শিশুর মা বিলকিস বেগম বুধবার বাদী হয়ে আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে আসামি করে মামলা করেন। সাব্বিরকে গ্রেফতার করে রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শিশুকে ধর্ষণচেষ্টা শেষে হত্যার দায় স্বীকার করে রোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় সাব্বির।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ