ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:০৯:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:০৯:০১ পূর্বাহ্ন
রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রতীকী ছবি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ ছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যেকোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দিদের ওপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন।প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।আমিরাতে প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় বিশেষ দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ