ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যময় মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৭:৪৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৭:৪৯:২৯ অপরাহ্ন
​অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যময় মৃত্যু জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়া। ছবি : সংগৃহীত
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়াকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিউ মেক্সিকোর সান্তা ফে’র এই বাড়িতে তাদের পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়। 

নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে জিন হ্যাকম্যান ও তার স্ত্রীকে বুধবার বিকেলে তাদের সানসেট ট্রেইলের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার একটি সক্রিয় তদন্ত হবে। তবে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না যে এই ঘটনায় কারও কোনো দুরভিসন্ধি ছিল।’  

হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ বছর এবং তার স্ত্রী ৬৪ বছর বয়সী বেটসি একজন শাস্ত্রীয় পিয়ানোবাদক ছিলেন।  

ছয় দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে হ্যাকম্যান দুটি একাডেমি পুরস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

তিনি ১৯৭১ সালের থ্রিলার "দ্য ফ্রেঞ্চ কানেকশন" এ জিমি "পোপাই" ডয়েলের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার এবং ১৯৯২ সালের "আনফরগিভেন" সিনেমায় লিটল বিল ড্যাগেটের চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছিলেন।  

তার অন্যান্য অস্কার-মনোনীত চরিত্রগুলো হলো- ১৯৬৭ সালের চলচ্চিত্রে বনি অ্যান্ড ক্লাইড - এ বাক ব্যারো চরিত্র, ১৯৭০ সালের আই নেভার স্যাং ফর মাই ফাদার ছবিতে তার চরিত্র এবং ১৯৮৮ সালের মিসিসিপি বার্নিং-এ এজেন্ট চরিত্র।

বিখ্যাত অভিনেতা হ্যাকম্যান ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সুপারম্যান চলচ্চিত্রে লেক্স লুথারসহ শতাধিক চরিত্রে অভিনয় করেছেন।

তিনি হিট চলচ্চিত্র ‘রানওয়ে জুরি’ এবং ফ্রান্সিস ফোর্ড কোপালার ‘দ্য কনভারসেশন’-এর পাশাপাশি ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য রয়্যাল টেনেনবামস’-এও অভিনয় করেছিলেন।

তাকে সবশেষ বড় পর্দায় দেখা যায় ২০০৪ সালে, ‘ওয়েলকাম টু মুজপোর্ট’ চলচ্চিত্রে মনরো কোল চরিত্রে।

১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা হ্যাকম্যান ১৬ বছর বয়সে তার বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দেন  এবং সাড়ে চার বছর চাকরি করেন।

সেনাবাহিনীর চাকরি শেষে কিছুদিন নিউ ইয়র্কে বসবাস করেন তিনি। এরপরই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন।

সূত্র : বিবিসি

বাংলাস্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ