ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৭:৩৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৭:৩৫:৪৮ অপরাহ্ন
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার ​নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটওয়ারী ও হান্নান মাসউদ। ফাইল ছবি
দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নাম হতে পারে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ বা ‘গণতান্ত্রিক নাগরিক পার্টি’। 

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি। এর জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্রে আরও জানা গেছে, রাজনৈতিক দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটওয়ারী ও হান্নান মাসউদ। এদের মধ্যে দলের আহবায়ক হতে পারেন নহিদ ইসলাম। আর সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন।
 
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হতে পারেন হাসনাত আব্দুল্লাহ আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন পাটোয়ারী আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। এছাড়া নতুন দলের দফতর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ