ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, ২ মরদেহ উদ্ধার

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৪০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০৯:৪৭:০২ অপরাহ্ন
​চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, ২ মরদেহ উদ্ধার ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪: 
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ আছেন।
নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্যজনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি। বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডলফিন অয়েল জেটিতে 'বাংলার জ্যোতি' নামক জাহাজে আগুন লাগে। 
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)  এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ' টন তেল সুরক্ষিত আছে। 
এই ট্যাংকারটি আমদানি করা তেল পরিবহন করে বলে জানিয়েছেন তিনি।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ