ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৫:১৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৮:৩৩:১৫ অপরাহ্ন
​বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ​ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের। আগে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। অন্যদিকে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারা পাকিস্তানেরও একই দশা। কিন্তু বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। নিয়ম রক্ষার ম্যাচটিতে বৃষ্টির কারণে বিলম্বিত হয় টসও।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্তু বৃষ্টির কারণে কিছুই হয়নি।

নির্ধারিত সময়ের পর প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান। আজ সকাল থেকেই দেখা গিয়েছিলো মেঘ আর বৃষ্টি।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ