ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হিলি দিয়ে বেড়েছে ছোলা বুট আমদানি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:৩৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:৩৩:১৯ অপরাহ্ন
হিলি দিয়ে বেড়েছে ছোলা বুট আমদানি ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ছোলাবুট আমদানি। এতে করে খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। বন্দরের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০ তারিখ পর্যন্ত ৩৬ ট্রাকে ১২৬৭ মেট্রিক টন ছোলাবুট আমদানি হয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আমদানির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।

শনিবার ২৫ ট্রাকে ৯১৪ টন, রোববার ১৯ ট্রাকে ৭৩৬ টন, সোমবার ২৩ ট্রাকে ৮৫৬ টন, মঙ্গলবার ২৪ ট্রাকে ৮২৪ টন ও বুধবার ১৮ টাকে ৬৫৯ মেট্রিক টন ছোলাবুট আমদানি রয়েছে। 

এদিকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বন্দর ঘুরে জানা গেছে, রমজানকে সামনে রেখে বন্দর দিয়ে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে বন্দর বাজারে ছোলাবুট ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে পাঁচ টাকা কম।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, রমজানে নিত্যপণ্য ছোলাবুটের দাম স্বাভাবিক থাকে সেজন্য আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আশা করছি আমদানি অব্যাহত থাকলে দাম স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, হিলি শুল্ক স্টেশন দিয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিশেষ করে ছোলাবুটের আমদানি পূর্বের তুলনায় বেড়েছে। পণ্যগুলো ভারত থেকে বন্দরে আসার পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে শুল্কায়ন করে।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ