শিশু চুরি করে নিয়ে লাখ টাকায় বিক্রি, এক সপ্তাহ পর উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০২-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০২-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে অপহৃত এক বছর তিন মাস বয়সী শিশু রাব্বিকে এক সপ্তাহ পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণ চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শোলাবাড়ী এলাকার দুধ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৮) ও একই থানাধীন শাখাইতি এলাকার ইজ্জত আলীর ছেলে মোরশেদ মিয়া (৪০)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম। নগরের বহদ্দারহাট র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ফাতেমা আক্তার তার ৫ বছর বয়সী মেয়ে ও এক বছর তিন মাস বয়সী শিশুপুত্র রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যান। সেখানে দুলাল নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার নেত্রকোনা ট্রেনের সময় জানতে চাইলে দুলাল মিয়া জানায় আজকে নেত্রকোনাগামী কোনও ট্রেন নাই। ভুক্তভোগী ফাতেমা আক্তার চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুলাল মিয়াকে অনুরোধ করেন। দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তার এবং তার সন্তানদের নিয়ে নগরীর কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকেন। ঘোরাঘুরির একপর্যায়ে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারকে বিভিন্ন কৌশলে নগরের বাকলিয়া থানাধীন বাসুর কলোনিতে নিয়ে যায়। সেখানে একটি রুম ভাড়া করে অবস্থান করে। পরে ১৯ ফেব্রুয়ারি ফাতেমা আক্তার সকালের নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া তার শিশুপুত্র রাব্বিকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া থানায় মো. দুলাল মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি এ মামলার তদন্তে নামে র্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আসামী মো. দুলাল মিয়াকে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া জানায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাদের পরিচিত এক প্রবাসী দম্পতির কাছে ১ লাখ টাকার বিনিমিয়ে অপহৃত শিশুটিকে বিক্রি করে। পরবর্তীতে তার থেকে প্রাপ্ত তথ্য আজ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ অপর আসামি মোরশেদ মিয়াকে গ্রেফতার করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স