সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ব্যাংক হিসাব জব্দ
আপলোড সময় :
৩০-০৯-২০২৪ ১২:৫৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৪ ০২:২২:১১ অপরাহ্ন
হাবিবুর রহমান। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহার এবং তাদের সন্তানদের ব্যক্তিক হিসাব ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তাদের নামে কোন লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তাও জব্দ করতে হবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। চিঠিতে হাবিবুর রহমান ও তার স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহারের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে এক কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
আওয়ামী লীগ সরকার পতনের পর মো. হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স