ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ১২:১০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০৫:৩৩:৪৩ অপরাহ্ন
শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ​আদালত প্রাঙ্গণে সাংবাদিক শফিক রেহমান। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪: 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি।
শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। একইসঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। 
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, যেহেতু গত ২২ সেপ্টম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক শফিক রেহমানের দণ্ড ১ বছরের জন্য স্থগিত করেছেন। তাই এখানে জামিনের কোন বিষয় ছিল না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কথা বলে আপিল করার জন্য সার্টিফাইড কপি চেয়েছিলেন। আদালত মঞ্জুর করেন এবং সাজা পরোয়ানা স্থগিত করেন। 
এর আগে সকাল ১০টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শফিক রেহমান।এসময় তিনি বলেন, ভিন্নমত দমন করতেই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) একই মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ