ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​প্রধান উপদেষ্টার সঙ্গে রোসাটম মহাপরিচালকের বৈঠক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৫:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৯:৪৫:৪১ অপরাহ্ন
​প্রধান উপদেষ্টার সঙ্গে রোসাটম মহাপরিচালকের বৈঠক ​ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন তারা। আলোচনায় মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর আলোকপাত করা হয়।

প্রধান উপদেষ্টা প্ল্যান্ট নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের সময়মতো সমাপ্তির ওপর জোর দেন।

এ সময় রোসাটমের মহাপরিচালকও সহযোগিতার আশ্বাস দেন। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, রূপপুর প্রকল্প পরিচালক আলেক্সি ডেরি উপস্থিত ছিলেন।
 
এর আগে ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন রোসাটমের মহাপরিচালক লিখাচেভ। এবার একদিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি৷

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ