ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:১৪:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:১৪:২৩ অপরাহ্ন
​কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে রাকিবুল ইসলাম রকি (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী ঈদগাঁর পাশে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “পুলিশ সদস্য রাকিবুলের বাবা ব্যবসা করেন। তাদের অনেক টাকা ঋণ রয়েছে। এসব টাকা ছেলের কাছ থেকে তিনি চাইতেন। পুলিশ সদস্য রাকিবুল কিছুটা মানসিক চাপেও ছিলেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।” 

পুলিশ সদস্য রাকিবুল ইসলাম রকি উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলায় কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি পুলিশের চাকরিতে যোগদান করেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ