রাজধানীর পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন ব্রিফ করেন। তিনি জানান, ভোর ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে চারটি ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এরমধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, বাকি ৫টি ইউনিটের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।
ভবনটির ষষ্ঠ তলায় একটি রেস্টুরেন্ট ছিল বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ভবনটি কাঁচের হওয়ায় ভেতর থেকে ধোঁয়া বের হতে পারেনি, আর এ কারণে দ্রুত সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কোনও তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণে ভবনটিতে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় হতাহতের কোনও তথ্য এখন পর্যন্ত নেই জানিয়ে তিনি বলেন, তবে ভবনটির দশম তলা থেকে আমরা দুজন পুরুষকে উদ্ধার করেছি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন