না ফেরার দেশে অভিনেতা ড্রেক হগস্টেইন
আপলোড সময় :
২৯-০৯-২০২৪ ০৯:৩৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৪ ০৯:৩৫:৩১ অপরাহ্ন
বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
চলে গেলেন ‘ডেইজ অব আওয়ার লাইভস’ ধারাবাহিক সিরিজের ‘জন ব্ল্যাক’ চরিত্রের অভিনেতা ড্রেক হগস্টেইন। মৃত্যুকালে মার্কিন এই অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল অভিনেতার জন্মদিন। আর আগের দিন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। দীর্ঘ ৩৮ বছর ধরে টেলিভিশন ধারাবাহিকটির ‘ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শো-এর তরফ থেকেই।
প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। তার বয়স হয়েছিল ৭০। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সার ভুগছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনেরা ছিলেন।
‘ডেইজ অব আওয়ার লাইভস’-এর প্রযোজক কেন কর্ডে গণমাধ্যমকে বলেছেন, অভিনেতার প্রয়াণ সকলের জন্যই কষ্টের। তাকে কতটা মনে পড়বে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের শো-তে তার প্রভাব ছিল ব্যক্তিগত এবং পেশাগত দুই ভাবেই। তার অভাব কখনো পূরণ হবার নয়।
মৃত্যুকালে ড্রেক হগস্টেইন স্ত্রী, চার সন্তান এবং সাতজন নাতী-নাতনী রেখে গিয়েছেন। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-শিল্পীরা। সূত্র: হিন্দুস্তান টাইমস।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স