এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আপলোড সময় :
২৯-০৯-২০২৪ ০৯:৩০:২১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৪ ০৪:৫৬:৪৪ অপরাহ্ন
বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
এস আলম গ্রপ এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ ছাড়া এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপ, গ্রুপের শেয়ারহোল্ডার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল এবং এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান এই রিট করেন।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স