ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিস্কুটের কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৮:০৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৮:০৮:১৬ অপরাহ্ন
​বিস্কুটের কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ! ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কালুশাহ ওভারব্রিজের নিচে কার্টন ভেতরে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহনগর এলাকার ওভারব্রিজের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বশে কার্টনটি খুলে দেখেন তারা। এসময় তারা কার্টনের ভেতরে একটি কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পাযন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, নবজাতকের সঠিক তথ্য না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ