ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৭:৫৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৮:২০:১১ অপরাহ্ন
​কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ
খুলনা  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েটে সব হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়তে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল। 

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার জন্য দুই সংগঠনই পরস্পরকে দায়ী করছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যার্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপচার্যের অপসারণসহ ৬ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তাল কুয়েট।

এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরেও তারা ভিসির বাসভবনে তালা ঝোলাতে যায়। তবে শিক্ষকদের বাধার মুখে তারা ফিরে যায়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে

কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ