ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​অক্টোবর থেকে সুপারশপে পাটের ব্যাগ

আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০৮:৫৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০৮:৫৩:০১ অপরাহ্ন
​অক্টোবর থেকে সুপারশপে পাটের ব্যাগ ​ফাইল ফটো
বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪: 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
তিনি বলেন, দেশের সকলকে নিয়ে একযোগে এ কার্যক্রম সফল করতে হবে। এতে দেশে পাটের অভ্যন্তরীণ ভোগ বাড়বে।
সচিবালয়ে রোববার উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) প্রতিনিধিদল সাক্ষাত করতে গেলে  তিনি এ কথা বলেন। 
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরো আগে শুরু হওয়া উচিত ছিলো, তাহলে এতদিনে পলিথিন ও প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেতো। পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
এ সময় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের মোড়কের বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করে। পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের উপযুক্ত বিকল্প না থাকায় পাটের ব্যাগ চালুর কার্যক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জিং। এ সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্যাকেজিংয়ে পাটের ব্যাগের  চাহিদামত সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে অনুরোধ জানান। 
উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন। উপদেষ্টা বলেন, আপনাদের দাবির বিষয়গুলো আমরা দেখবো। পাটজাত মোড়কের আইন বাস্তবায়ন পণ্যের বাজারজাতকরণ এবং দেশের রপ্তানিতে বিঘ্ন না ঘটায় সেদিকে নজর রাখা হবে। তিনি এ সময় সভায় উপস্থিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে এসোসিয়েশনের দাবিগুলোর বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন। 
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিতে শিগগিরই সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে সমন্বয় সভা করা হবে বলে জানান। পাটকে বহুমুখী ও যুগোপযোগী করে ব্যবহার করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান তিনি।  
এ সময়  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম, বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের সভাপতি এম এ হাশেম, সেক্রেটারি মো. ইকতাদুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ