ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এমপির কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৩:১৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৫:২৩:৩৯ অপরাহ্ন
​ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এমপির কারাদণ্ড ​ছবি: সংগৃহীত
ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই এমপির নাম মাইক অ্যামসবারি। তর্ক-বিতর্কের একপর্যায়ে রাস্তায় একজন ভোটারকে ঘুষি মেরে ফেলে দেওয়ার অভিযোগে তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, বরখাস্তকৃত লেবার এমপি মাইক অ্যামসবারি তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করার পর তাকে ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়েছে।

৫৫ বছর বয়সী অ্যামসবারি দেশটির রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। ৪৫ বছর বয়সী পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সাথে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন। এ নিয়ে একটি ভিডিও ফুটেজও সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি।

পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। ৫৫ বছর বয়সী আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন। শুনানি শেষে সোমবার জেলা বিচারক ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।

চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট ট্যান ইকরাম বলেন, “ক্রোধ এবং মানসিক নিয়ন্ত্রণ হারানোর” ফলে অ্যামেসবারি এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাক-সাজা প্রতিবেদনে দেখা গেছে। সাজা ঘোষণার পর আমেসবারিকে তৎক্ষণাৎ সেলে নিয়ে যাওয়া হয় এবং আপিলের অপেক্ষায় থাকা অবস্থায় জামিনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

সাজা ভোগের জন্য কারাগারের পাঠানোর আগে এমপিকে সম্বোধন করে ম্যাজিস্ট্রেট বলেন: “আমি বলতে চাই, মাথায় একটি ঘুষি মারার তিনি আহত হয়েছেন। আমি লক্ষ্য করেছি, আপনি (ভুক্তভোগী) ফেলোসকে মাটিতে থাকা অবস্থায়ও ঘুষি মারতে থাকেন এবং ফেলোস চিৎকার করছিলেন। আমি এটিকে আরও অপরাধ মনে করি।”

ম্যাজিস্ট্রেট আরও বলেন, “তিনি যখন মাটিতে পড়েছিলেন তখনও আপনি আক্রমণ অব্যাহত রেখেছিলেন এবং একজন পথচারী হস্তক্ষেপ না করলে এটি আরও অব্যাহত থাকতে পারত। আপনি ক্রমাগত আক্রমণ করে গেছেন, আপনার অবস্থান অন্যদের কাছে আদর্শ হওয়া উচিত।”

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ