ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:১৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:২৩:৪০ অপরাহ্ন
আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার সংবাদচিত্র: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না সে বিষয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদেশ দিবেন আপিল বিভাগ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্যে এ দিন ধার্য করেন আদালত। আদালতে এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। 

২০১৪ সালের ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ২৩ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ